বঙ্গবন্ধু সেতু পশ্চিপাড় টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। তারা হলো, শেরপুর সদর উপজেলার মীরগঞ্জ গ্রামের মৃত হায়দার আলীর ছেলে রাজু মিয়া (২৮) ও ঝিনাইগাতী উপজেলার বালিয়াচন্ডি পাইকুড়া গ্রামের মৃত উসমান আলীর ছেলে জাবের আলী (৩৩)।
র্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় শনিবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১ কাভার্ড ভ্যান, ২টি মোবাইল ফোন ও নগদ দেড় হাজার টাকা জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।